চাঁদপুরে বাড়ি ফেরার পথে প্রসববেদনা ওঠায় বৃহস্পতিবার লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয়ের মাঠে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আয়েশা বেগম নামে এক নারী।
তিনি সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রামের মোহাম্মদ শরীফ হোসেনের স্ত্রী।
প্রধান শিক্ষিকা মোরশেদা ইয়াসমিন জানান, আয়েশা শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে একাই এসেছিলেন, তার বাচ্চা ডেলিভারির সম্ভাব্য তারিখ জানতে। তাকে মেডিকেল পরীক্ষা করার পর সম্ভাব্য ডেলিভারির তারিখ জানানো হয় আগামী ২২ নভেম্বর। এরপর বাড়ি ফেরার পথে ৩টার দিকে হঠাৎ তার প্রচণ্ড লেবার পেইন উঠে। তখন তিনি কোন উপায় না দেখে হাসপাতাল রোডেই অবস্থিত শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয়ে ঢুকে পড়েন।
তিনি আরও জানান, তার পেইন দেখে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে মাঠের এক কোণে বিছানার ব্যবস্থা করে দেয়া হয়। এরপর নরমাল ডেলিভারির মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়।
চাঁদপুরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসিবুল আহসান চৌধুরি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাকে খবর দেয়। এরপর নার্স ও অন্যরা স্টাফরা দ্রুত এসে প্রসূতি ও বাচ্চাকে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে পোস্ট ডেলিভারি চিকিৎসা দেন।
মা ও শিশু উভয়েই এখন ভালো আছেন বলে জানান আবাসিক চিকিৎসক।