প্রচ্ছদ ›› জাতীয়

চিরনিদ্রায় শায়িত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২২ ১৯:৩৮:৩৫ | আপডেট: ৩ years আগে
চিরনিদ্রায় শায়িত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে সোমবার দুপুর ১টা ৩২ মিনিটে ফজলে রাব্বী মিয়ার মরদেহ ঢাকা থেকে তার জন্মস্থান গাইবান্ধার সাঘাটায় পৌঁছায়।

এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখান থেকে বিকেল ৩টায় তার দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজ বাড়ি গটিয়া গ্রামে নেওয়া হয়।

এর আগে গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের মাইন্ট সাইন হাসপাতালে ইন্তেকাল করেন ফজলে রাব্বী মিয়া। আজ সকাল পৌনে ৯টার দিকে যুক্তরাষ্ট্র থেকে ফজলে রাব্বী মিয়ার মরদেহ বাংলাদেশে পৌঁছায়।

তার প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

১৯৪৬ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করেন ফজলে রাব্বী মিয়া। পেশায় আইনজীবী ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসনের টানা সাতবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদে পরপর দুইবার ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।