প্রচ্ছদ ›› জাতীয়

চুরি হওয়া ১৪ হাজার লিটার তেল মিললো নোয়াখালীতে

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২২ ২০:২৩:৩৩ | আপডেট: ২ years আগে
চুরি হওয়া ১৪ হাজার লিটার তেল মিললো নোয়াখালীতে

ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবির) ৭৫০ কাটুন (প্রায় ১৪ হাজার ২০০ লিটার) সয়াবিন তেল নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়ার সাত দিন পর উদ্ধার হলো তেলগুলো। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে কবিরহাট থানা পুলিশের সহযোগিতায় তেলগুলো জব্দ করে রূপগঞ্জের পুলিশ।

পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে রূপগঞ্জ সিটি মেইল থেকে ৭৫০ কাটুন তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে যাওয়ার পথে চালকের যোগসাজসে তেলগুলো চোরাই চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে গতকাল রোববার এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।