প্রচ্ছদ ›› জাতীয়

ছবিতে কোকা-কোলা ও কেউক্রাডং আয়োজিত সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা কার্যক্রম

টিবিপি ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ১৫:৩২:০০ | আপডেট: ১ year আগে
ছবিতে কোকা-কোলা ও কেউক্রাডং আয়োজিত সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা কার্যক্রম

আন্তর্জাতিক উপকূলীয় পরিচ্ছন্নতার জন্য কোকা-কোলা এবং কেওক্রাডং বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ‘ওশান কনজারভেন্সি ইউএসএ’র অংশীদারিত্বে সেন্ট মার্টিন দ্বীপে ১২তম বার্ষিক ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ (আইসিসি) পরিচালনা করেছে।

২০১১ সাল থেকে ওশান কনজারভেন্সি সেন্ট মার্টিন দ্বীপে আইসিসি বা ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ কার্যক্রম শুরু করে।

গত ৩৭ বছরেরও বেশি সময় ধরে ওশান কনজারভেন্সি আইসিসি কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী লাখ লাখ স্বেচ্ছাসেবক, শিল্পী এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে।

বাংলাদেশের কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপে গত ১৬ বছর ধরে আইসিসি কার্যক্রম করছে। যা সৈকত এবং পরিবেশের জন্য ব্যাপক অবদান রাখছে।

আইসিসি কার্যক্রমের মধ্যে স্থানীয় বাসিন্দাদের থেকে পর্যটক এবং স্বেচ্ছাসেবকদের সংখ্যাই বেশি।

সেন্ট মার্টিন দ্বীপে গত ১১টি আইসিসি কার্যক্রমের মধ্যে ৫ হাজার ২০০ জন স্থানীয় এবং পরিদর্শনকারী স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেন। এতে প্রায় ১৩ হাজার ৫০০ কেজিরও বেশি বর্জ্য অপসারণ করা হয়েছিল।