প্রচ্ছদ ›› জাতীয়

জনগণকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানে বদ্ধপরিকর সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২২ ২০:৪৮:০৭ | আপডেট: ২ years আগে
জনগণকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানে বদ্ধপরিকর সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সংগৃহীত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে জনগণের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানে সরকার বদ্ধপরিকর।

বুধবার সরকারি কর্মচারী হাসপাতালে ১৭ তম ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। এজন্য প্রয়োজন একটি সুস্থ জাতি। তাই জনগণকে কাঙ্খিত স্বাস্থ্যসেবা প্রদানে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে জনগণকে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। রোগীদের যথাযথ সেবা নিশ্চিতে সবসময় আন্তরিক থাকতে হবে।