প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে আওয়ামী লীগের ওপর জনগণের আস্থাই তার সরকারের সাফল্যের চাবিকাঠি।
তিনি বলেন, ‘আমাদের ওপর যেমন জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে, তেমনই তাদের ওপরও আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত সাপ্তাহিক একনেক সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন।
শেখ হাসিনা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে।
তিনি উল্লেখ করেন, সরকারের ধারাবাহিকতা দেশকে এগিয়ে নিতে এবং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে সহায়তা করেছে।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি। আমাদের অর্জন যাই হোক, তা জনগণের অবদান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান হাসিনা জানান, দেশ ও জনগণের জন্য কাজ করতে তিনি সবসময় তার পিতার পথ ও আদর্শ অনুসরণ করেন।
তিনি বলেন, ‘আমরা স্বল্প-মধ্য এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছি এবং সেগুলো বাস্তবায়ন করেছি। এছাড়াও, আমরা দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, লক্ষ্য নির্দিষ্ট করেছি এবং দেশকে সে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
তিনি আরও উল্লেখ করেন, তার সরকার ২০০৮ সালের নির্বাচনের আগে ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়ন করছে।