প্রচ্ছদ ›› জাতীয়

জন্মের পরই মারা গেল ৮ হাত-পা বিশিষ্ট নবজাতক

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৩ ১০:৫৯:২০ | আপডেট: ২ years আগে
জন্মের পরই মারা গেল ৮ হাত-পা বিশিষ্ট নবজাতক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চার হাত ও চার পা নিয়ে এক কন্যা শিশুর জন্ম নেয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বালিজুড়ী বাজারের একটি প্রাইভেট হাসপাতালে ওই শিশুটির জন্ম হয়।

জন্মের ১০ মিনিট পরই নবজাতকটির মৃত্যু হয়। তবে শিশুটির মা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামের হাসান মণ্ডলের স্ত্রী দিনারা বেগম প্রসব ব্যথা নিয়ে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারের রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইনি বিশেষজ্ঞ ডা. দিল আফরোজ নিশা সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ করেন। শিশুটির চারটি হাত ও চারটি পা ছিল। জন্মের ১০ মিনিট পর নবজাতকের মৃত্যু হয়।

এ বিষয়ে ডা. দিল আফরোজ নিশা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই নারী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। নরমাল ডেলিভারি করার উপযুক্ত না হওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিজারের মাধ্যমে ডেলিভারি করাতে হয়। চার হাত ও চার পা নিয়ে ওই শিশুটির জন্ম হয়। জন্মের ১০ মিনিটের মধ্যে শিশুটি মারা যায়।