প্রচ্ছদ ›› জাতীয়

জানুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৮:২৬ | আপডেট: ১ year আগে
জানুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে ১৫ শতাংশ

সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে আবারও বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এই মাসে তারা ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। যা গত বছরের এ মাসের তুলনায় ১৪ দশমিক ৯২ শতাংশ বেশি।

গত বছরের জানুয়ারিতে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রতি বছরের তুলনায় চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রেমিট্যান্স বা প্রবাসী আয় ৪.২৫ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রবাসী আয় ১২.৪৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গত অর্থবছরের এ সময়ে ১১.৯৪ বিলিয়ন মার্কিন ডলারে ছিল।

জানুয়ারিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৫৪ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এর পরেই এসেছে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ১২১ দশমিক শূন্য ৩ মিলিয়ন ডলার। এ ছাড়া আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে ১১৭ দশমিক ১০ মিলিয়ন ডলার এবং সরকারি অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১০৪ দশমিক ২৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসে। এর পরের মাস সেপ্টেম্বর থেকে টানা পাঁচ মাস দেড় বিলিয়ন ডলারের ঘরেই ছিল রেমিট্যান্সের প্রবাহ। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এরপর আগস্টে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।

এর পরই কমতে থাকে রেমিট্যান্স প্রবাহ, যা দেড় বিলিয়ন বা তার কাছাকাছি চলে আসে। এর পরের মাস সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার। অক্টোবরে আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার, ডিসেম্বরে প্রায় ১৭০ কোটি ডলার বা ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে।

বিশেষজ্ঞদের মতে, দেশে ডলার সংকটের এ সময়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় বৃদ্ধি একটি ভালো লক্ষণ।