প্রচ্ছদ ›› জাতীয়

নিউমার্কেটে ভয়াবহ আগুন

জীবনের ঝুঁকি নিয়ে শেষ সম্বল বাঁচানোর চেষ্টায় ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩ ১১:১০:৪৭ | আপডেট: ২ years আগে
জীবনের ঝুঁকি নিয়ে শেষ সম্বল বাঁচানোর চেষ্টায় ব্যবসায়ীরা
মালামাল বের করছেন ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুনে পুড়ে গেছে বহু দোকান। এখনো পুড়ছে। এরইমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

শনিবার সরেজমিনে দেখা যায়, মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। নারী-পুরুষ যে যেভাবে পারছেন, নিউমার্কেটের ভেতর থেকেই মালামাল বের করে আনছেন। অনেকেই তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন। বস্তায় মোড়ানো মালামাল মাথায় নিয়ে বের করছেন ব্যবসায়ীরা।

ঈদের বেচা-বিক্রির চাপে অনেকেই ব্যবসা করে টাকা-পয়সা ক্যাশেই রেখে গিয়েছিলেন। সেই টাকা-পয়সা বের করারও চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তবে আগুনের কুণ্ডের কারণে দোকানের কাছে ভিড়তে পারছেন না ব্যবসায়ীরা।

আরও পড়ুন. নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ‘আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।’

এদিকে আইএসপিআর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সাহায্য করছে সেনাবাহিনী। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।