প্রচ্ছদ ›› জাতীয়

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, শিশুসহ নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৩ ১১:২৯:১২ | আপডেট: ১ year আগে
ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, শিশুসহ নিহত ১৩

ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

শনিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এতে আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম। তিনি জানান, বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল। 

ঘটনাস্থলে উদ্ধারকাজে রয়েছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা।