প্রচ্ছদ ›› জাতীয়

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেলো ২ জনের

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২২ ১৪:০৭:১৩ | আপডেট: ২ years আগে
টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেলো ২ জনের

টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া বাসচাপায় ঘোড়া গাড়িসহ দুই আরোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে ঘোড়াটিও মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। তারা শেরপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিলেন।

জানা যায়, তারা কয়েকজন মিলে শেরপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের হাতিয়া এলাকায় সেতু পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘোড়াটিও মারা গেছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।