প্রচ্ছদ ›› জাতীয়

টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোর ওপর বাস, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২২ ১৩:৫৬:৫৩ | আপডেট: ২ years আগে
টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোর ওপর বাস, নিহত ৬
সংগৃহীত ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জন ‌নিহত হয়ে‌ছেন এবং অন্তত ৪০ জন আহত হ‌য়েছেন।

বৃহস্প‌তিবার দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। তবে তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ব‌লেন, একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ফেলে। এতে বাস‌টি ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে।

তিনি জানান, এখনো উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।