প্রচ্ছদ ›› জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২২ ১২:০৫:৫৫ | আপডেট: ২ years আগে
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইবি থানা এলাকার আলামপুর গোরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামের শাজাহান বিশ্বাস (৬০) ও তার ছেলে শামিম (২৮)। নিহত শাহজাহান উজানগ্রাম ভূমি অফিসে অফিস সহায়ক পদে চাকরি করতেন এবং শামিম কাতার প্রবাসী ছিলেন।

জানা যায়, শুক্রবার রাতে নিহত শাজাহানের ভগ্নিপতি কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন। হাসপাতালে রোগী দেখে শামিম ও তার বাবা মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আলামপুর গোরস্থানের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই এ এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চলা ট্রাক মানুষের প্রাণ নিচ্ছে। প্রশাসন বেপরোয়া ট্রাকচালকদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। বাবা-ছেলের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়ি ও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।