প্রচ্ছদ ›› জাতীয়

ট্রাক উল্টে নষ্ট ৩৬ হাজার ডিম

নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২৩ ১৩:৩৮:২১ | আপডেট: ২ years আগে
ট্রাক উল্টে নষ্ট ৩৬ হাজার ডিম

রাজবাড়ীতে একটি ডিমবোঝাই মিনি ট্রাক উল্টে প্রায় ৩৬ হাজার ডিম নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ডিম ব্যবসায়ী মো. খোকনের।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিম ব্যবসায়ী খোকন বলেন, ‘একটি মিনি ট্রাকে ডিমবোঝাই করে পাবনা থেকে শরীয়তপুর যাচ্ছিলাম। পথে রাজবাড়ীর পশু হাসপাতালের সামনের সড়কে ট্রাকের চাকার স্টিক কেটে ট্রাকটি উল্টে যায়। আমাদের কোনো ক্ষতি না হলেও ট্রাকে থাকা এক হাজার ২০০ কেসের ৩৬ হাজার ডিম ভেঙে নষ্ট হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার লোকসান হয়েছে আমার।’

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক নাথ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার একপাশ বন্ধ রেখেছি। ডিম অপসারণ হলে রাস্তা খুলে দেওয়া হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুধু ডিমের ক্ষতি হয়েছে।’