প্রচ্ছদ ›› জাতীয়

ট্রেনের ছাদে যাত্রী বহন করলে দায়িত্বরত কর্তাদের চাকরিচ্যুত: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২২ ১২:৫৯:৪১ | আপডেট: ৩ years আগে
 ট্রেনের ছাদে যাত্রী বহন করলে দায়িত্বরত কর্তাদের চাকরিচ্যুত: হাইকোর্ট
পুরনো ছবি

এখন থেকে ট্রেনের ছাদে যাত্রী নেয়া যাবে না। ছাদে যাত্রী পরিবহন করলে দায়িত্বরত রেল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে বলে ঘোষণা দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা দেন।

হাইকোর্ট বলেছেন, ‘ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।’

শুনানিকালে রেলওয়ের তিন কর্মকর্তার উদ্দেশে হাইকোর্ট বলেন, ‘রেল আমাদের জাতীয় সম্পদ। সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের দেয়া হয়েছে। কিন্তু আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠে। ট্রেন থেকে পড়ে তো দুর্ঘটনাও হতে পারে। আর আপনারা নিশ্চিন্তে ঘুমান। এটা হতে পারে না। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন।’

ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধে এবং টিকিটের কালোবাজারি বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়েছে। ওই দিন পরবর্তী আদেশ দেবেন আদালত।

এদিকে, রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে কমলাপুর স্টেশনে বিক্ষোভ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।