প্রচ্ছদ ›› জাতীয়

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৩ ১৪:৫৬:৪০ | আপডেট: ২ years আগে
ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
সংগৃহীত ছবি

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার ঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৮) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৫)।

আহত অবস্থায় তার আরেক মেয়েকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

তিনি জানান, শুক্রবার রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনেকাটা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় এক শিশু আহত হয়।

বুড়িমারী স্টেশন মাস্টার নুর আলম বলেন, ‘ট্রেন যাত্রীদের মাধ্যমে জানতে পারলাম যে দুইজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’