প্রচ্ছদ ›› জাতীয়

ডলারপ্রতি দেড় টাকা মুনাফা করতে পারবে মানি এক্সচেঞ্জগুলো

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২২ ২০:১৪:০৪ | আপডেট: ৩ years আগে
ডলারপ্রতি দেড় টাকা মুনাফা করতে পারবে মানি এক্সচেঞ্জগুলো
সংগৃহীত

ডলার কেনাবেচায় মানি এক্সেচেঞ্জগুলোকে মুনাফার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশে বৈদেশিক মুদ্রাবাজারে চলমান অস্থিরতা নিয়ে গতকাল মঙ্গলবার মানি এক্সচেঞ্জ এসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

জানা যায়, এখন থেকে মানি এক্সচেঞ্জ যে দামে ডলার কিনবে, তার চেয়ে ১ থেকে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে বিক্রি করতে পারবে। ডলারের বাজার স্থিতিশীল করতে মুনাফার এ সীমার কথা মানি এক্সচেঞ্জ এসোসিয়েশনকে জানিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, এবিবি ও বাফেদার সঙ্গে মিটিং করে একটা সিদ্ধান্ত নেয়া হয়েছে ব্যাংকগুলো যে দামে রেমিট্যান্স ও রপ্তানি বিল আনবে তার থেকে সর্বোচ্চ এক টাকা বেশিতে ডলার বিক্রি করবে। এ ব্যাপারে তারা নীতিগত একটা সিদ্ধান্ত জানিয়েছে।