রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাফজয়ী দুই ফুটবলারের ডলার-টাকা হারানোর বিষয়টি জানে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে এ দাবি করেছেন বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। বিমান বলছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তারা তদন্ত করবে ও বিষয়টি খতিয়ে দেখবে।
অপরদিকে এ ঘটনায় কোন লিখিত অভিযোগ ছাড়াই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে বিমানবন্দরে কর্মরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘লাগেজ থেকে ডলার বা টাকা খোয়া গেছে এবিষয়ে আমাদেরকে কিছুই জানানো হয়নি। আমরা সংবাদ দেখে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে লাগেজ খুঁজতে ও প্রকৃত ঘটনা জানতে সহজ হবে।’
এর আগে বুধবার রাতে ছাদখোলা বাসে বাফুফে ভবনে এসে চুরির বিষয়টি খেয়াল করেছেন দুই নারী খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার।
বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা, বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’