প্রচ্ছদ ›› জাতীয়

ডিএমপির নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২২ ১৩:৫৩:২৭ | আপডেট: ২ years আগে
ডিএমপির নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক
সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চলতি মাসের ২৯ তারিখে বর্তমান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হবে। সেদিন থেকেই এই আদেশ কার্যকর হবে।

পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। তাকে ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।