প্রচ্ছদ ›› জাতীয়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৫

৩০ জুলাই ২০২২ ১৬:১৮:১৩ | আপডেট: ৩ years আগে
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৫

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নয়জনে দাঁড়িয়েছে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৩২ রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৬৫ জন ঢাকার মধ্যে এবং ৬৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ১৮৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৯৩ জন ডেঙ্গু রোগী।