প্রচ্ছদ ›› জাতীয়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৯৫

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৬:৫৪ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৯৫

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও ৩৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ২৯৪ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১০১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৩১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ৯৭১ জন ঢাকার মধ্যে এবং ৩৪০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দশ হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।