প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকায় পৌঁছেছেন ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা

ইউএনবি
২২ সেপ্টেম্বর ২০২২ ১৬:০১:১১ | আপডেট: ২ years আগে
ঢাকায় পৌঁছেছেন ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা | পুরনো ছবি

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতীয় হাইক‌মিশনের পক্ষ থেকে জা‌নি‌য়ে‌ছে যে বুধবার রা‌তে নতুন হাইক‌মিশনার ঢাকায় এসে‌ছেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দেয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রণয় কুমার ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তি‌নি ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন।

এর আগে প্রণয় কুমার ভার্মা ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। ১৯৯৪ সালে ভার‌তের ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় কুমার কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বি‌ভিন্ন প‌দে দায়িত্ব পালন ক‌রেন।