প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকায় আসছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২২ ১২:১৩:২৮ | আপডেট: ২ years আগে
ঢাকায় আসছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর বাতিল করা হয়েছে। শনিবার রাশিয়া বাংলাদেশকে লাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছে।

রোববার পরররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাশিয়া গত শুক্রবার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সের্গেই লাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন।

আইওআরএ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী ২৩ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর।