প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকায় চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২২ ১৬:৫০:৪০ | আপডেট: ২ years আগে
ঢাকায় চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া পুলিশ আটক

রাজধানীর আদাবরের সূচনা কমিউনিটি সেন্টার এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি ও একটি পুলিশের ক্যাপ পাওয়া যায়।

আটক যুবকের নাম আসিফ হোসেন (২৬)। তিনি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজানুর।

তিনি বলেন, সন্ধ্যায় পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও পুলিশের ক্যাপ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক আসিফ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর-আদাবর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলার দায়ের করা হয়েছে।