প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকায় ২০১৯-২০২২ সালের মধ্যে সামগ্রিক দারিদ্র্যের হার কমেছে ৪.৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৩ ০৯:১৭:৪৮ | আপডেট: ২ years আগে
ঢাকায় ২০১৯-২০২২ সালের মধ্যে সামগ্রিক দারিদ্র্যের হার কমেছে ৪.৩ শতাংশ
প্রতীকী ছবি। সংগৃহীত

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জরিপ প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা শহরে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে সামগ্রিক দারিদ্র্যের হার ৪ দশমিক ৩ শতাংশ কমেছে।

বিআইডিএস জানিয়েছে, একই সময়ে, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে আয়ের অনুপাত বৃদ্ধির কারণে নতুন জনসংখ্যার ১১ শতাংশ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে এবং জনসংখ্যার ১৫ শতাংশ দারিদ্র্যসীমা অতিক্রম করেছে। অবশিষ্ট ২০ শতাংশ জনসংখ্যার মধ্যে প্রায় ৯ শতাংশ দারিদ্র্যসীমা অতিক্রম করতে পারেনি।

দারিদ্র্যের হার ব্যাখ্যা করে বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেন, আত্মকর্মসংস্থান, সরকারি ও বেসরকারি উভয় খাত থেকে আয় হস্তান্তর এবং আর্থিক অসচ্ছলতার কারণে ১৫ শতাংশ মানুষ দারিদ্র্য কাটিয়ে উঠতে পেরেছে।

তিনি বলেন, স্ব-কর্মসংস্থান, সরকারি ও বেসরকারি উভয় খাত থেকে আয় হস্তান্তর এবং অসচ্ছলতার কারণে দারিদ্র্য হ্রাস পেয়েছে। কর্মসংস্থান হারানো, ছোট ও ক্ষুদ্র ব্যবসায় আত্মকর্মসংস্থান হারানোর কারণে প্রায় ১১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।

'আরবান প্রোভার্টি ডায়নামিকস ডিউরিং কোভিড-১৯ অ্যানাটমি অব রেজিলিয়েনস' শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে সেন বলেন, ‘কোভিড-১৯ এর চাপে দারিদ্র্য বিমোচনে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।’

সংস্থাটি আরও খুঁজে পেয়েছে যে এই সময়ে অত্যন্ত দরিদ্র পরিবারের অনুপাত ১৭ দশমিক ০১ শতাংশ থেকে ৩ দশমিক ২ শতাংশ কমে ১৩ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিআইডিএস রিসার্চ অ্যালম্যানাক ২০২৩-এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।