প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকায় ২ মাসের মধ্যে বন্ধ হবে হাইড্রোলিক হর্ন: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২২ ২১:৪০:২৪ | আপডেট: ২ years আগে
ঢাকায় ২ মাসের মধ্যে বন্ধ হবে হাইড্রোলিক হর্ন: পরিবেশমন্ত্রী

রাজধানীতে শব্দদূষণ কমাতে আগামী দুই মাসের মধ্যে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন সচিবালয়ে কপ-২৭ এর প্রত্যাশা ও অর্জন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে হাইড্রোলিক হর্ন সম্পূর্ণ বন্ধ করা হবে।’

শাহাব উদ্দিন বলেন, শব্দদূষণ নিয়ে চালক সমিতিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে।

পলিথিন নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন , যারা পলিথিন উৎপাদন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্ত্রণালয় পলিথিনের ব্যবহার কমাতে পাট থেকে ‘সোনালী ব্যাগ’ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘সোনালী ব্যাগ বাজারজাত করতে পারলেই আমরা পলিথিনের ব্যবহার বন্ধ করতে পারব।’