প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৪:৩৫ | আপডেট: ২ years আগে
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিজয় এক্সপ্রেস নামের একটি ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। সকাল ১০টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, ঢাকা-চট্টগ্রাম রুট সচল করতে রেলওয়ের উদ্ধারকারী টিম কাজ করছে। তবে সকাল ১০টার পর ঢাকামুখী কোনো ট্রেন না থাকায় এই মুহুর্তে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। অল্প কিছু সময়ের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হবে।