প্রচ্ছদ ›› জাতীয়

দুর্নীতির দায়ে ঢাকা দক্ষিণ সিটির ৩ কর্মী চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২৩ ১৬:৪৭:৩৯ | আপডেট: ২ years আগে
দুর্নীতির দায়ে ঢাকা দক্ষিণ সিটির ৩ কর্মী চাকরিচ্যুত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন তিনটি অফিস আদেশে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম ও অঞ্চল-৪ এর রেন্ট অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রমজান আলী।