ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. জুয়েল (২৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. নয়ন কাজী জানান, জুয়েল ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) রাতে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘জুয়েল হাজতি ছিল। তার বাবার নাম আব্দুর রহিম।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’