ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মানিক মিয়া (৭০) নামে মৃত্যুদণ্ড পাওয়া এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮টা ৫ মিনিটে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন মানিক মিয়া। সেখান থেকে পুলিশ পাহারায় কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। মানিক মিয়া টাঙ্গাইল মির্জাপুর উপজেলার ভাঙ্গা গ্রামের বাসিন্দা।
হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইসমাইল জানিয়েছেন, মানিক মিয়া একটি মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বন্দী ছিলেন। তিনি কাশিম কাশিমপুর কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হলে তাকে প্রথমে শহিদ তাজউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কয়েক দিন ভর্তি ছিলেন। পরে আজ সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। মানিক মিয়ার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।