প্রচ্ছদ ›› জাতীয়

তুমব্রু সীমান্তে গুলিতে আহত র‌্যাব সদস্য শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২২ ১৫:১৯:১৯ | আপডেট: ২ years আগে
তুমব্রু সীমান্তে গুলিতে আহত র‌্যাব সদস্য শঙ্কামুক্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের গুলিতে আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়া (২৭) শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ব্লু ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা ভোর ৫টার দিকে সোহেল বড়ুয়ার অপারেশন করেছি। তার মাথায় অনেক রক্ত জমাট ছিল। সেটি অপারেশন করে বের করা হয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টে দেখা গেছে তার অস্ত্রোপচার সফল হয়েছে। এখন আগের চেয়ে অনেক ভালো আছেন এবং কথা বলতে পারছেন। তিনি এখন শঙ্কামুক্ত। তাকে দু'একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে।

সোহেল বড়ুয়ার বড় ভাই জীবন বড়ুয়া বলেন, ‘ভোরে আমার ভাইয়ের অপারেশন হয়েছে, এখন সে কথা বলতে পারছে।’

বান্দরবানের তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের গুলিতে আহত হন র‌্যাব সদস্য সোহেল বড়ুয়া। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সোহেল বড়ুয়া পুলিশ থেকে প্রেষণে র‍্যাবে যুক্ত হন। তিনি র‍্যাব-১৫ তে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। তার বাবার নাম অশোক কুমার বড়ুয়া। সোহেল দুই সন্তানের জনক।