প্রচ্ছদ ›› জাতীয়

তৃতীয়বার করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৩ ১৬:১৩:৩৮ | আপডেট: ২ years আগে
তৃতীয়বার করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার
কমিশনার খন্দকার গোলাম ফারুক

তৃতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার নিজের ফেসবুকে আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

ফেসবুকে তিনি জানান, করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে ভালো আছেন। এখন তিনি কোয়ারেন্টিনে রয়েছেন।

সবার কাছে দোয়া চেয়ে ডিএমপি কমিশনার আরও জানান, কেউ যেন ফোন দিয়ে তার শারীরিক অবস্থা জানতে না চান, সে জন্য সবার কাছে অনুরোধ জানান।