প্রচ্ছদ ›› জাতীয়

তৃতীয় দফায় করোনা আক্রান্ত মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২২ ১২:৫৬:৫৫ | আপডেট: ২ years আগে
তৃতীয় দফায় করোনা আক্রান্ত মেয়র আতিকুল
সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেয়র আতিকুল ইসলামের শরীরে জ্বর থাকায় সোমবার টেস্ট করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।

২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন মেয়র মো. আতিকুল ইসলাম। পরবর্তীতে ২০২২ সালে ১ ফেব্রুয়ারি আবারও দ্বিতীয়বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।