প্রচ্ছদ ›› জাতীয়

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪ ১১:১৮:২১ | আপডেট: ১ year আগে
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৪ ডিগ্রিতে। এতে তীব্র শীতে দুর্ভোগে পড়েছে দেশের এই সীমান্তবর্তী জনপদ। 

বুধবার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এতে করে হিমশীতল হাওয়ায় কনকনে শীত জেকে বসেছে সীমান্ত এ জনপদে। 

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আজ ভোরেই দেখা গেছে সূর্য। গত দুই দিনের চেয়ে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকাল ৯টায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এটি এ মৌসুমের সর্বনিম্ন। 

জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষ কাজে বের হলেও কনকনে শীতের কারণে শহরের অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। 

এদিকে শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, ক্রনিক শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক মানুষ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন চিকিৎসকরা।