রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে তিনটি বগি। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা ৫মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, এ পর্যন্ত দুটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবাই ট্রেনের যাত্রী। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। একটি বগিতে এখনও উদ্ধার অভিযান চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, তেজগাঁও রেলওয়ে স্টেশনে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে। এর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নাদিরা আক্তার পপি (৩৫) ও তার শিশু সন্তান ইয়াসিন (৩)।