রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
সোমবর রাত ৮টার দিকে তেজকুনিপাড়ার রোলিং মিল বস্তিতে এ আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, রাত ৮টার দিকে এ বস্তিতে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। তারা খবর দিলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ভয়াবহতা অনেক বেশি। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট কাজ করছে। ঘন বসতির কারণে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়েছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।