স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বস্ত্র প্রকৌশলীদের দক্ষ জনশক্তি হিসেবে কাজে লাগাতে হবে। আমরা চাই না বিদেশিরা দেশের ডলার নিয়ে যাক। দেশের দক্ষ জনশক্তি কাজে লাগালেই ৬ বিলিয়ন ডলার বাইরে যাবে না।
রোববার আইইবির (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ) সদর দফতরের কাউন্সিল হলে ‘বস্ত্র এবং তৈরি পোশাক শিল্পে বিদেশি কর্মীদের আধিপত্য-আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বস্ত্র প্রকৌশলীদের সহায়তা দিতে যা যা করণীয় তাই করবে সরকার।
আসাদুজ্জামান খান বলেন, দেশে বিদেশি কর্মী দরকার বা দরকার নেই তা নির্ধারণ করবেন আপনারাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে বিদেশি কর্মীরা সঠিকভাবে কাজ করছে কিনা, সময়ের বেশি এদেশে অবস্থান করছে কি না।
বস্ত্র প্রকৌশলীরা বেকার থাকে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েকে সহায়তা করতে পারেন। বস্ত্র পোশাক শিল্পের পরিবেশ সুন্দর করে দেন। যেখানে আপনাদের আইনগত সহায়তা দরকার সেখানে আপনাদের সঙ্গে থাকবো। আপনারা গবেষণা করবেন। এই শিল্পের উন্নয়ন করবেন এটাই প্রত্যাশা।