প্রচ্ছদ ›› জাতীয়

দিনাজপুরে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২২ ১৫:২৮:৪৩ | আপডেট: ৩ years আগে
দিনাজপুরে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাসের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ফুলবাড়ী উপজেলার সুজালপুরের বাসিন্দা এবং গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় দুর্গাপুর এলাকায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম মারা যান।

তিনি বলেন, এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে আরও দুজন আহন হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলেও জানান ওসি।