প্রচ্ছদ ›› জাতীয়

দুই ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৩ ১৩:৫৪:৪৫ | আপডেট: ২ years আগে
দুই ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
প্রতীকী ছবি

কুমিল্লায় আওয়ামী লীগের দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বন্ধ থাকার প্রায় দুই ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে যান চলাচল শুরু হয়। এর আগে সকাল ৯টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকায় চট্টগ্রাম লেনে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে আধা ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাড়ে ১১টার দিকে উভয় পক্ষ মহাসড়ক ত্যাগ করলে বেলা ১২টার দিকে যান চলাচল শুরু হয়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘অবস্থানকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেছেন। নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এটা এখন অনেকটা স্বাভাবিক। যে সময়টাতে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে, ওই সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।’

এর আগে মঙ্গলবার সকালে বিএনপি-জামায়তের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করতে মহাসড়কে মুখোমুখি অবস্থান নেয় চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ। এতে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থক ও এমপি মুজিবুল হকের সমর্থকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক