প্রচ্ছদ ›› জাতীয়

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক
০১ নভেম্বর ২০২২ ২০:৫৮:১১ | আপডেট: ২ years আগে
দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে জাকিয়া সুলতানা শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেই দায়িত্ব পালন করবেন। অপরদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন এক প্রজ্ঞাপনে হুমায়ুন কবীরকে তথ্য সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

২০২১ সালের ২৬ জানুয়ারি রাজশাহীর বিভাগীয় কমিশনার থেকে পদোন্নতি দিয়ে হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব করা হয়। সে থেকে তিনি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। তিনি বিসিএস দশম ব্যাচের কর্মকর্তা।

এদিকে, স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ ইবরাহিম। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামীকাল বুধবার থেকে তিনি নতুন এ দায়িত্ব পালন করবেন। এর আগে গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

চলতি বছরের গত ৬ এপ্রিল মুহাম্মদ ইবরাহিম সচিব পদে পদোন্নতি পান। একই মাসের ১১ এপ্রিল তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। মুহম্মদ ইবরাহিম ১৯৯৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদান করেন। পিপিপিতে নিয়োগের আগে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।