দুই যুগ পর কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় তিনি হেলিকপ্টারে করে রওয়ানা দেবেন। এ সফরকে ঘিরে উচ্ছ্বসিত পুরো হাওরবাসী।
এদিন প্রধানমন্ত্রী প্রথমে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মেহমান হবেন তিনি। পরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন ।
এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সকাল সাড়ে দশটায় হেলিকপ্টারে মিঠামইনে গিয়ে সেখানে সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করবেন। এরপর সেনানিবাস থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায় যাবেন। রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেবেন তিনি।
এরপর বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাডে আয়োজিত এক সমোবেশে বক্তৃতা দেবেন। সমাবেশে বক্তৃতা শেষে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এদিকে, দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিঠামইন আগমনে উচ্ছ্বসিত সেখানকার মানুষ। তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ ১৯৯৮ সালে মিঠামইন সফর করেছিলেন।