গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নানী ও নাতনীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নানী রওশন আরা বেগম (৫০) ও ছয়মাস বয়সী নাতনী রাইসা ইসলাম।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় শিলমুন এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে লরি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ইজিবাইক চালক রুবেল গুরুতর আহত হয়ে ক্যাথারসিস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, লরিটি স্টেশন রোড থেকে মিরের বাজারের দিকে যাচ্ছিল এবং ইজিবাইকটি মিরের বাজার থেকে স্টেশন রোডের দিকে যাচ্ছিল। এসময় শিলমুন এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ইজিবাইকের চালকের পেছনে বসা নানী রওশন আরা ও নাতনী রাইসা ইসলাম সড়কে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থালে তাদের মৃত্যু হয়। ইজিবাইক চালক রুবেল গুরুতর আহত হয়। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে ক্যাথারসিস হাসপাতালে ভর্তি করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় তদন্ত ও আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।