প্রচ্ছদ ›› জাতীয়

দূরে থেকেও প্রিয় নারীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন

নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৩ ১৭:২৫:৪২ | আপডেট: ২ years আগে
দূরে থেকেও প্রিয় নারীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন

আন্তর্জাতিক নারী দিবস চলে এসেছে। নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ নারীদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি। এই নারী হতে পারেন মা, বোন, স্ত্রী, প্রেমিকা বা অন্য কেউ। কিন্তু ব্যস্ততা আমাদের দেয় না অবসর। তাই দূরে থাকা প্রিয় মানুষটিকে সামনাসামনি নিজের অনুভূতি জানানোর সুযোগটা সবসময় পাওয়া যায় না। কিন্তু দূরে থেকে তাকে উপহার তো পাঠানোই যায়, তাই না?

এই উপহার পাঠাতে আপনাকে সাহায্য করতে পারে উবার কানেক্ট। উবারের এই নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিস ব্যবহার করে ঢাকা শহরের ভেতরে যেকোনো জায়গায় প্যাকেজ পাঠানো যায়। এই সার্ভিস ব্যবহার করা খুবই সহজ। গুগল প্লে অথবা অ্যাপ স্টোর থেকে উবার অ্যাপ ডাউনলোড করে অ্যাপের ‘প্যাকেজ’ অপশনে আপনার পিকআপ ও ডেলিভারি অ্যাড্রেস যোগ করলেই এই সার্ভিস পাওয়া যাবে। উবারের যেকোনো ট্রিপের মতো আপনি এই ট্রিপ ট্র্যাক করতে পারবেন, প্রাপকের সাথে প্যাকেজের ডেলিভারি স্ট্যাটাসও শেয়ার করতে পারবেন।

আমাদের প্রিয় নারীর পাশে থাকা সবসময় সম্ভব না হলেও আমাদের পাঠানো এমন উপহার তাদের মনে করিয়ে দিতে পারে যে, তারা আমাদের হৃদয়ে সবসময়ই আছেন। আপনার প্যাকেজ তাদের কাছে পাঠিয়ে এ ব্যাপারে সাহায্য করতে পারে উবার কানেক্ট।