প্রচ্ছদ ›› জাতীয়

দেশজুড়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি ২০২৩ ১৩:০২:০৫ | আপডেট: ২ years আগে
দেশজুড়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত

দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।

আরও বলা হয়, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।