প্রচ্ছদ ›› জাতীয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২২ ২১:৪৮:১৪ | আপডেট: ৩ years আগে
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ত্যাগের মহিমায় উজ্জীবীত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকল বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে শনিবার দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ঈদুল আযহা মানেই ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবীত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।’

তিনি সকলকে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে বিশ্বব্যাপী মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানান।

তিনি বলেন, ‘সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, ঈদ মোবারক।’