প্রচ্ছদ ›› জাতীয়

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৩ ১২:৩৩:৫৩ | আপডেট: ১ year আগে
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আজ মেঘলা থাকবে। বঙ্গোপসাগরসহ দেশের স্থলভাগের উপর প্রবল মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের অনেক স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও খুলনাসহ উপকূলীয় জেলার অধিকাংশে ভারী থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। এই অঞ্চলের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয় হাতিয়ায় ১৬৯ মিলিমিটার। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় বান্দরবানে ২৩.৫০ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস অনুযায়ী, রাত ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।