মেহেরপুরের মাছ অন্য জেলার মানুষের প্রোটিন চাহিদা মেটাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, মেহেরপুরের খাল বিলগুলো পুনঃখনন করতে হবে।
রোববার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠনে ভার্চুয়াল জুম প্লাটফর্মে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর জেলার মৃতপ্রায় ভৈরব নদ ও স্বরস্বতী খাল পুনঃখনন করার কারণে সেখান এখন বছরজুড়ে মাছ পাওয়া যাচ্ছে।
কেউ যেন ভৈরবসহ পুনঃখনন করা নদ-নদীতে পাটজাগ না দেয় তা খেয়াল রাখতে জেলা প্রশাসনকে তদারকির নির্দেশ দেন তিনি।
আলোচনা শেষে জেলায় মৎস্য সেক্টরে বিশেষ অবদান রাখায় ৪ জনকে পুরস্কার দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত মৎস্য চাষীরা হলো- কার্প জাতীয় মাছের মিশ্র চাষে মেহেরপুর পৌরশহরের মো. কামাল হাসান ও মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের মো. রফিকুল ইসলাম, পুকুরে পাঙ্গাস মাছ চাষে গাংনী উপজেলার সানঘাট গ্রামের মো. মজিরুল ইসলাম, সমাজ ভিত্তিক মাছ চাষে সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের মো. শরিফুল ইসলাম।