সরকার আরও এক হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
শুক্রবার ভোলার মনপুরায় সিত্রাং আঘাত হানা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে আমরা দেখতে পাই যে আমাদের যতটা আশ্রয়কেন্দ্র দরকার ততটা নেই। তাই অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রে পরিণত করতে হয়।’
সোমবার ভোলায় আঘাত হানার পর ঘূর্ণিঝড় সিত্রাং সারাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ঘরবাড়ি ধ্বংস করে। বাংলাদেশের দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২২০টি নতুন সাইক্লোন আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৪২৩টি আশ্রয়কেন্দ্র ও ৫৫০টি মুজিব কেল্লা (বিশেষভাবে নকশা করা বহুমুখী সাইক্লোন সেন্টার) নির্মাণের কাজ চলমান রয়েছে।