প্রচ্ছদ ›› জাতীয়

‘দেশে মাছের উৎপাদন ৫ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন’

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৮:২৭ | আপডেট: ২ years আগে
‘দেশে মাছের উৎপাদন ৫ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন’

দেশে ৫ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, বর্তমানে মাছের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে মৎস্য খাতে উদ্যোক্তা তৈরি হচ্ছে। সরকার এ খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দিচ্ছে, উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদায় বড় যোগান দেয় মাছ। দেশে ও দেশের বাইরে মৎস্যবিজ্ঞানের ব্যপ্তি ও কাজ করার সুযোগ অনেক বেশি।

মন্ত্রী বলেন, মৎস্যবিজ্ঞানের ক্ষেত্র উন্মুক্ত। এ বিষয়ে দেশে গবেষণার প্রচুর সুযোগ ও বরাদ্দ রয়েছে। মৎস্যবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে বিভিন্ন প্রজাতির মাছ সারাদেশে ছড়িয়ে দিচ্ছেন। মৎস্য খাত উদ্যোক্তা তৈরি করছে। বেকারত্ব দূর করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ অর্থনীতি সচলে ভূমিকা রাখছে।

দেশীয় প্রজাতির অনেক মাছ বিলুপ্ত হয়ে গিয়েছিল উল্লেখ করে মন্ত্রী জানান, গবেষণার মাধ্যমে ৩৭ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ ফিরিয়ে এনেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। দেশীয় মাছ সংরক্ষণে লাইভ জিন ব্যাংক করা হয়েছে।