রাজধানীর আদাবরের একটি বহুতল ভবনের বেজমেন্টে ধরা আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস।
রোববার দুপুর ১টা ৩৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এর আগে ১২টার দিকে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বাহিনীর প্রথম ইউনিট আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ নম্বর বাসায় যায় ১২টা ১৮ মিনিটে। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারী ও এক পুরুষকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।